Home / মিডিয়া নিউজ / নব্বই দশকের পর্দা কাপানো অভিনেত্রী সোনিয়া এখন যেমন আছেন

নব্বই দশকের পর্দা কাপানো অভিনেত্রী সোনিয়া এখন যেমন আছেন

বাংলাদেশের সিনেমা জগতের এক সময়ের জনপ্রিয় নাম ছিল সোনিয়া। যিনি কাজ করেছেন দেশের

অনেক সিনেমায়। বলতে গেলে একটা সময় নিয়মিত ছিলেন সিনেমাতে। কাজ করেছেন দেশের বড়

বড় সব অভিনেতাদের সাথে।’নীল সাগর পার হয়ে তোমা’র কাছে এসেছি’ গানটিতে প্রয়া’ত নায়ক

সালমান শাহের বি’পরীতে দেখা যায় তাকে। স্বপ্নের ঠিকানা’ছবির গানটি তখনকার সময় মানুষের মুখে মুখে ছিল।

নব্বইয়ের দশকের বাংলা সিনেমা’র জনপ্রিয় মুখ তিনি।
দী’র্ঘদিন ধ’রে আড়ালে এই নায়িকা। তবে ক’রোনাকালীন এই সময়ে সোনিয়া অ’ন্তরালে থাকতে পারেননি। চলচ্চিত্রের অস’চ্ছল ক’লাকুশলীদের পাশে দাঁ’ড়িয়েছেন তিনি। বুধবার (৬ মে) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে আ’র্থিক সহযোগিতা ক’রেছেন।

সোনিয়া এখন লন্ডন প্রবাসী। সেখানে সোনিয়া নামে নয় হাসি নামেই সবার কাছে পরিচিত তিনি। বিয়ের পর প্রবাসী স্বামীর হাত ধ’রে লন্ডনে পাড়ি জমান সোনিয়া। বৈবাহিক জীবনে সোনিয়া তিন সন্তানের জননী।

১৯৯১ সালের শে’ষের দিকে ’মাস্তান রাজা’ ছবিতে নায়িকা শাবানার কিশোরী বয়সের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। চলচ্চিত্র নায়িকা হিসেবে ভিত্তি দাঁ’ড় করানোর আগেই সোনিয়া মডেলিংয়ের মাধ্যমে দেশ জুড়ে পান পরিচিতি। ১৯৯২ সালে আফজাল হোসেনের নিদের্শনায় ’মিডল সাবান’ এবং সাইদুল আনাম টু’টুলের নি’র্দেশনায় ’সিটিজেন টেলিভিশনে’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন।

ঢাকাই সিনেমায় এক সময় তার ছিল বর্নাঢ্য একটি ক্যারিয়ার। উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। নাম কামিয়েছিলেন বেশ। তটার উল্লেখযোগ্য সিনেমার গুলোর মধ্যে অন্যতম হলো এর মধ্যে ’প্রেম প্র’তিশোধ’, ’শত জনমের প্রেম’, ’ভ’য়ংকর সাতদিন’, ’ত’ছনছ’, ’ওরা দেশের সন্তান’, ’পরান কোকিলা’, ’লাভ লেটার’ উল্লেখ্যযোগ্য। তার সিনেমার ঝুলিতে রয়েছে প্রায় ৫০ টিরও বেশি সিনেমা।

Check Also

খোঁজ পাওয়া গেল সালমান শাহের আরেক নায়িকা সন্ধ্যার

ঢালিউডে তিনি যাত্রা করেছিলেন ‘প্রিয় তুমি’ সিনেমা দিয়ে। সেটা ১৯৯৫ সালের কথা। কলেজে পড়ার সময় …

Leave a Reply

Your email address will not be published.

Recent Comments

No comments to show.