Home / মিডিয়া নিউজ / জাহিদ-মৌর ভালোবাসার নেপথ্যে হানিফ সংকেত

জাহিদ-মৌর ভালোবাসার নেপথ্যে হানিফ সংকেত

নন্দিত নির্মাতা, উপস্থাপক হানিফ সংকেত শুধু ম্যাগাজিন অনুষ্ঠান কিংবা নাটকের-ই কারিগর নন; তিনি মনের কারিগরও।

শোবিজ জগতের জনপ্রিয় জুটি জাহিদ হাসান ও সাদিয়া পারভীন মৌয়ের ভালোবাসার কারিগর আর কেউ নন, হানিফ সংকেত।

প্রায় কুড়ি-পচিশ বছর আগের কথা। দেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র চিত্রায়ণ চলছিল। সেদিন ‘আমার গরুর গাড়িতে বৌ সাজিয়ে’- গানটিতে শুটিং চলছিল। এতে অভিনয় করেছিলেন অভিনেতা জাহিদ হাসান ও মডেল সাদিয়া ইসলাম মৌ। এটিই ছিল এই জুটির একসঙ্গে প্রথম কাজ। হানিফ সংকেত পরিচয় করিয়ে দেন দুজনকে।

এ কাজের মাধ্যমেই তাদের মধ্যে জানাশোনা। পরিচয় থেকে বন্ধুত্ব ও প্রেম। দিন বাড়ে আর প্রেমের গভীরতাও বাড়তে থাকে।
ছেলে-মেয়ের সাথে জাহিদ হাসান দম্পতি

একটা সময় দুজনে সিদ্ধান্ত নিলেন এভাবে চুপিসারে প্রেম আর করা যাবে না। বিয়েবন্ধনে আবদ্ধ হতে হবে।

তার পরের ইতিহাসটা অনেকেরই জানা। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে করেন জাহিদ ও মৌ। এখন তাদের সংসারে আলো হয়ে আছে ফুটফুটে দুই সন্তান। পুষ্পিতা আর জারিফ জাহিদ পূর্ণ।

Check Also

খোঁজ পাওয়া গেল সালমান শাহের আরেক নায়িকা সন্ধ্যার

ঢালিউডে তিনি যাত্রা করেছিলেন ‘প্রিয় তুমি’ সিনেমা দিয়ে। সেটা ১৯৯৫ সালের কথা। কলেজে পড়ার সময় …

Leave a Reply

Your email address will not be published.

Recent Comments

No comments to show.