Home / মিডিয়া নিউজ / অভিনেত্রী ভাবনাকে টয়োটা গাড়ি উপহার দিলেন বন্যা মির্জা

অভিনেত্রী ভাবনাকে টয়োটা গাড়ি উপহার দিলেন বন্যা মির্জা

নতুন বছরে সবচেয়ে দামি উপহার পেলেন তরুণ অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সাদা রঙের

টয়োটা ফিল্ডার গাড়ি উপহার পেয়ে উচ্ছ্বসিত এ অভিনেত্রী। আর গাড়িটি উপহার দিয়েছেন আরেক অভিনেত্রী বন্যা মির্জা। সম্পর্কে তারা ফুপু-ভাতিজি।

নিজের ফেসবুকে ভাবনা লিখেছেন, ‘নতুন বছরে সবচেয়ে দামি উপহার। ধন্যবাদ ফুপি (বন্যা মির্জা)। আমি বাকরুদ্ধ।’

এ বিষয়ে তিনি আরও বলেন, প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে সবার ভালো লাগে। আমারও লেগেছে। গতকাল বিকেলে বন্যা ফুপি গাড়ি উপহার দিয়ে বলেছিলেন, ‘এটা তোর জন্য’।

ভাবনা আরও বলেন, ‘আমার নিজের কোনও গাড়ি নেই। বাবার গাড়ি আমি এতদিন ব্যবহার করেছি। এখন নিজের গাড়িতে করে শুটিংয়ে যেতে পারব। আমাকে অনেকে জিজ্ঞাসা করছে, ‘কী উপলক্ষে এই উপহার?’ আসলে এটার উত্তর কী হতে পারে? আমার তো মনে হয় প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে কোনও উপলক্ষ লাগে না।’

এদিকে, আগামী ২৫ জানুয়ারিতে ভাবনার নাটকের শুটিং রয়েছে গাজীপুরে। এস এ হক অলিক পরিচালিত ধারাবাহিক নাটকটির নাম ‘জায়গির মাস্টার’।

Check Also

খোঁজ পাওয়া গেল সালমান শাহের আরেক নায়িকা সন্ধ্যার

ঢালিউডে তিনি যাত্রা করেছিলেন ‘প্রিয় তুমি’ সিনেমা দিয়ে। সেটা ১৯৯৫ সালের কথা। কলেজে পড়ার সময় …

Leave a Reply

Your email address will not be published.

Recent Comments

No comments to show.