Home / মিডিয়া নিউজ / ‘জিৎ বার বার বলত, আমি কারো সাথে প্রেম করি কিনা’

‘জিৎ বার বার বলত, আমি কারো সাথে প্রেম করি কিনা’

বাংলাদেশের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। তার অভিনিত ‘সুলতান: দ্য সেভিয়র’ মুক্তি পাচ্ছে সামনেই।

আর এই ছবির প্রচারনার জন্যই কলকাতায় গিয়েছিলেন এই বাংলাদেশী অভিনেত্রী।

আর সেখানেই স্থানীয় একটি দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন জিৎ এর সাথে শুটিংয়ের ফাকে হওয়া মজার কথা।

সুলতান: দ্য সেভিয়র এ মিমের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ। আর এই ছবিতে শুটিংয়ের ফাকেই মিমকে প্রায়ই খোঁচা মারতেন জিৎ। জানতে চাইতেন তার বয়ফ্রেন্ড সম্পর্কে।

এই সম্পর্কে মিম বলেন, আমি তার খুব বড় ভক্ত। তার সাথে আআমর পরিচয় বাংলাদেশে। একটি শুটিংয়ের কাজে সে বাংলাদেশে গিয়েছিল। আর সেই জিৎ এর সাথে সুলতান ছবিতে এক সাথে কাজ করার সময় জিৎ বার বার বলত, আমি কারো সাথে প্রেম করি কিনা। আমি যতই বলি আমার বয়ফ্রেন্ড নেই, সে বিশ্বাসই করতে চাইলো না।

তখন আবার পাশ থেকে মিমের মা বলেন, মিমের মা যদি সারাক্ষন সাথে সাথে থাকে তাহলে ছেলেরা আসবে কি করে?

সুলতান: দ্য সেভিয়র ছবিতে মিমকে দেখা যাবে ধনী পরিবারের জেদি মেয়ে হিসেবেই। প্রেমে পড়ে জিৎ এর। কিন্তু জিৎ সেই প্রেমে সাড়া না দেয়ায় তার জিদ বেড়ে যায়। এভাবেই চলতে থাকে সিনেমার গল্প।

Check Also

ভালো নেই পূর্ণিমা

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা ভালো নেই। হঠাৎ করে কয়েকদিন ধরে ঠাণ্ডাজ্বর ও গলা ব্যথায় …

Leave a Reply

Your email address will not be published.

Recent Comments

No comments to show.