Home / মিডিয়া নিউজ / হঠাৎ আলোচনায় অজয়-কাজলের মেয়ে

হঠাৎ আলোচনায় অজয়-কাজলের মেয়ে

বলিউডে শাহরুখ খানের ছেলে, মেয়ে, সাইফ আলী খানের মেয়ে এবং অমিতাভ বচ্চনের নাতনি

সাথে জ্যাকি শ্রফের মেয়ে এখনও বলিউডে এন্ট্রি নেন নি। তারপরও তারা সংবাদ শিরোনামে উঠে আসেন ঘুরেফিরেই। এবার সেই তালিকায় যুক্ত হল অজয়-কাজল দম্পতির মেয়ের নাম।

বলিউডের এই কারকা দম্পতির মেয়ের নাম নায়শা। তবে কোন স্ক্যান্ডাল নয়। হঠাৎ করেই তার আলোচনায় আসার গল্পটা একটু অন্য রকম। অর্থাৎ গতকাল তার মা কাজল তার ইনস্টাগ্রামে মেয়ে নায়শার সঙ্গে একটি ছবি তুলে পোস্ট করেন। তারপরেই অনেকে বলা শুরু করে দেন এবার নায়শা বলিউডে নামবেন।

‘দিলওয়ালে’ ছবিতে কাজ করার জন্য মাকে উদ্বুদ্ধ করেন কন্যা নাইসা। অনেকের প্রশ্ন কবে পর্দায় আসছেন নায়শা?

Check Also

খোঁজ পাওয়া গেল সালমান শাহের আরেক নায়িকা সন্ধ্যার

ঢালিউডে তিনি যাত্রা করেছিলেন ‘প্রিয় তুমি’ সিনেমা দিয়ে। সেটা ১৯৯৫ সালের কথা। কলেজে পড়ার সময় …

Leave a Reply

Your email address will not be published.

Recent Comments

No comments to show.