Home / মিডিয়া নিউজ / সংসার ভাঙার গুঞ্জন নিয়ে যা বললেন অপি করিম

সংসার ভাঙার গুঞ্জন নিয়ে যা বললেন অপি করিম

শোবিজে বেশ কয়েকদিন ধরেই চাউর হয়েছে ডিভোর্স হতে যাচ্ছে অভিনেত্রী অপি করিম ও নির্মাতা

এনামুল করিম নির্ঝরের। গুজবে শোনা যাচ্ছে, গেল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবেই বিচ্ছেদ হয়ে

গেছে এই দম্পতির। এ নিয়ে কানাঘুষা যেন থামছেই না। তবে আজ রোববার দুপুরে অপি করিম

জানান, ভাঙনের খবর পুরোটাই মিথ্যে। তিনি বলেন, ’সংসার ভাঙার খবরটি সত্য নয়। আমরা বেশ ভালো আছি, সুখে সংসার করছি। সবার দোয়ায় এভাবেই বাকি জীবনটা যেন কেটে যায়। দয়া করে কেউ এসব সেনসিটিভ বিষয় নিয়ে মুখরোচক খবর ছড়াবেন না।’

এই অভিনেত্রী আরও বলেন, ’সকাল থেকেই আমি ক্লাসে ছিলাম। তাই অনেক কল রিসিভ করতে পারিনি। অসংখ্য কল এসেছে। সম্ভবত সবাই আমার সংসার ভাঙার খবর নিতে চাইছেন। সবার উদ্দেশ্যে বলছি, একটি মিথ্যে খবর খুব দ্রুত ছড়িয়েছে। এর বেশি কিছু নয়। আমরা ভালোবেসে বিয়ে করেছি এবং সুখে সংসার করছি। আমার স্বামী এখন ঢাকার বাইরে চট্টগ্রামে একটা প্রোজেক্টের কাজে আছেন। সেও খুব বিরক্ত এবং বিব্রত এসব গুজবে।’

ভালোবেসে ২০১৬ সালের ঈদের দিন বিয়ের পিঁড়িতে বসেন অপি করিম ও এনামুল করিম নির্ঝর। সেখানে পারিবারিক সম্মতিও ছিল দুইজনের।

নির্ঝরের সঙ্গে এটি ছিল অপি করিমের তৃতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালে ২৭ অক্টোবর পারিবারিক পছন্দে অপির বিয়ে হয়েছিল জাপান প্রবাসী ড. আসির আহমেদের সঙ্গে। ২০১১ সালের দিকে চার বছরের সেই সংসারে বিচ্ছেদ ঘটে। তার সঙ্গে বিচ্ছেদের পর ওই বছরই নাট্যনির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে বিয়ে করেন এই অভিনেত্রী। সেই সংসারও টেকেনি বেশি দিন।

সূত্র:jagonews24

Check Also

খোঁজ পাওয়া গেল সালমান শাহের আরেক নায়িকা সন্ধ্যার

ঢালিউডে তিনি যাত্রা করেছিলেন ‘প্রিয় তুমি’ সিনেমা দিয়ে। সেটা ১৯৯৫ সালের কথা। কলেজে পড়ার সময় …

Leave a Reply

Your email address will not be published.

Recent Comments

No comments to show.