Home / মিডিয়া নিউজ / না জানিয়ে চুম্বন, কাজলের কাছে ক্ষমা চেয়েছিলেন অজয়

না জানিয়ে চুম্বন, কাজলের কাছে ক্ষমা চেয়েছিলেন অজয়

বলিউডের অন্যতম সেরা দম্পতি হলেন অজয়-কাজল দম্পতি এই দম্পতি বলিউডে আদর্শ দম্পতি

হিসেবে পরিচিত সিনেমার মাধ্যমেই দুজনের পরিচয় এবং দুজনে বলিউডের একসময়ের জনপ্রিয় তারকা

অভিনেতা অভিনেত্রী কাজল বিশেষ করে নব্বইয়ের দশকে যখন হিন্দি সিনেমার ব্যাপক প্রসার লাভ করেছিল এবং

হিন্দি সিনেমার জয়জয়কার চলছিল সেই সময়ের নামকরা অভিনেত্রী ছিলেন তবে বিয়ের পর আস্তে

আস্তে সিনেমা থেকে তিনি সরে আসেন এখন আর সিনেমায় তিনি নিয়মিত তেমন ভাবে অভিনয় করেন না

জনপ্রিয় বলিউড অভিনেতা অজয় দেবগন। অভিনয় ক্যারিয়ারের প্রায় ২৫ বছর ’নন কিসার’ তকমা নিয়ে ছিলেন। এই সময়ে পর্দায় কখনোই সহ-অভিনেত্রীদের সঙ্গে চুম্বন দৃশ্য করেননি তিনি।

কিন্তু ’শিবে’ সিনেমার জন্য তার এই শর্ত ভেঙেছিলেন অজয়।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ’শিবে’ সিনেমায় অভিনেত্রী এরিকা করকে চুমু খেয়েছিলেন এই অভিনেতা। আর এই দৃ্শ্য কাজলকে না জানিয়েই করেছিলেন। তবে পরবর্তী সময়ে এই অভিনেত্রীর কাছে বিষয়টির জন্য ক্ষমাও চেয়েছেন অজয়।

এ প্রসঙ্গে একটি টিভি অনুষ্ঠানে কাজল বলেন, “অজয় আমাকে আগে এই কথা একদমই বলেনি। অনুমতি নেওয়ার আগে সে আমার কাছে ক্ষমা চেয়ে বলে, ’আমি চুম্বন দৃশ্য করেছি, এখন দুঃখ প্রকাশ করছি।”

চুম্বন দৃশ্যটি দেখে ঈর্ষান্বিত হয়েছেন কিনা প্রশ্ন করা হলে কাজল বলেন, ’আমি এটি সম্পর্কে জানতামই না! কিন্তু যখন দেখেছি আমি রাগের ভান করেছিলাম।’

বলিউডের শক্তিশালী অভিনেতা অজয় দেবগন দীর্ঘ বছর ধরে তিনি হিন্দি সিনেমার সাথে সম্পৃক্ত রয়েছেন এবং অসংখ্য সিনেমা তিনি

দর্শকদের উপহার দিয়েছেন তবে তাকে কখনোই চুম্বন দৃশ্য দেখতে পাইনি দর্শক তার জনপ্রিয় সিনেমাগুলোতে তার অভিনয় অনবদ্য ছিল এবং

কোনো রকম কোনো চুম্বন দৃশ্য ছাড়াই তার সিনেমাগুলো ব্যাপক জনপ্রিয়তা পায় তবে দীর্ঘ এত বছর পর কয়েক বছর আগে তার একটি সিনেমা মুক্তি পায় যেটির নাম ছিল শিবে সেখানে তিনি সহ-অভিনেত্রী চুমু খেয়েছিলেন

Check Also

খোঁজ পাওয়া গেল সালমান শাহের আরেক নায়িকা সন্ধ্যার

ঢালিউডে তিনি যাত্রা করেছিলেন ‘প্রিয় তুমি’ সিনেমা দিয়ে। সেটা ১৯৯৫ সালের কথা। কলেজে পড়ার সময় …

Leave a Reply

Your email address will not be published.

Recent Comments

No comments to show.