Home / মিডিয়া নিউজ / কাজের মেয়েকে চুমু, জানতে পেরে স্বামী রাজকে পেটালেন শিল্পা

কাজের মেয়েকে চুমু, জানতে পেরে স্বামী রাজকে পেটালেন শিল্পা

গোটা ভারতে এখন চলছে বৈশ্বিক করনা ভাইরাসের কারণে লকডাউন আর এই লক ডাউন এর মধ্যে

সাধারণ মানুষের পাশাপাশি বলিউডের সেলিব্রেটিরাও নিজেদেরকে সতর্ক অবস্থানে রাখছেন বিনা

প্রয়োজনে তারা বাইরে বের হচ্ছেন না এবং ঘর বন্দি অবস্থায় থাকতে তাদের সময় কাটাতে বিভিন্ন

ক্ষেত্রে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন তারা। এমনিতেই বলিউডের সেলিব্রেটিদের বিভিন্ন কর্মকান্ড এবং ব্যক্তিগত অনেক তথ্য জানতে ভক্তরা সব সময় আগ্রহী থাকে আর চলমান এ কোন ভাইরাসের কারণে ভক্তদের সেই আগ্রহ এবং কৌতুহল তারকার নিজেদের কর্মকান্ডের বিভিন্ন পোস্ট দিয়ে শেয়ার করছেন

আর সেই জন্য সেলেবরা নানা রকম কিছু করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এই ভিডিও গুলোতে তাঁরা শুধু নিজেদের এন্টারটেইন করছেন এমন নয়! ভাল রাখছেন ফ্যানদের মনও। সেই সঙ্গে জুড়ে থাকছেন ইন্ডাস্ট্রির সঙ্গেও।

শিল্পা শেঠি প্রায় নিয়মিত মজার মজার ভিডিও বানিয়ে আপলোড করেন। রাতারাতি তাঁর টিকটক অ্যাকাউন্টেও বেড়েছে ফলোয়ারের সংখ্যা। সম্প্রতি তিনি তাঁর স্বামীর সঙ্গে একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

ভিডিওতে ঘর গোছাচ্ছেন তিনি। স্বামী চুমু খেতে এলে বলছেন, কাজের সময় এই সব করো না। তখন তাঁর কাজের লোক এটা শুনে বলছে, ’ঠিক বলেছেন ম্যাডাম। এটা আমি স্যরকে বুঝিয়ে পারি না।’

এই মজার ভিডিওতে কাজের লোকটিও সেজেছেন শিল্পা নিজে। শেয়ার করে শিল্পা লেখেন, ’নজর হাটি, দুর্ঘটনা ঘটি। সাচ্চাই পাতা চলনে পর, পিট গেয়ে হামারে পতি।’ ভিডিও টিকটকে শেয়ার হতেই কয়েক লক্ষ ভিউ পেয়েছে।

উল্লেখ্য, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। বিগত কয়েক দশক ধরে তিনি বলিউডের পর্দায় নিজেকে একজন গুণী শিল্পী হিসেবে পরিচিত করেছেন। অভিনয় নৈপুণ্য এবং নজরকাড়া সৌন্দর্য দিয়ে বরাবরই তিনি বলিউডের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। তবে এখন আর তিনি সিনেমাতে নিয়মিত নেই বিভিন্ন সময় মডেলিং এবং টকশোতে থাকে দেখা যায় এছাড়া তিনি সোশ্যাল মিডিয়াতে বেশি সক্রিয় থাকেন। বিভিন্ন সময়ে ভক্তদের কৌতুহল তিনি নিতে থাকেন তার বিভিন্ন পোস্ট এর মাধ্যমে

Check Also

খোঁজ পাওয়া গেল সালমান শাহের আরেক নায়িকা সন্ধ্যার

ঢালিউডে তিনি যাত্রা করেছিলেন ‘প্রিয় তুমি’ সিনেমা দিয়ে। সেটা ১৯৯৫ সালের কথা। কলেজে পড়ার সময় …

Leave a Reply

Your email address will not be published.

Recent Comments

No comments to show.