Home / মিডিয়া নিউজ / এসব এখন আর বলে লাভ নেই,আমিই সম্পর্ক রাখিনি : জলি

এসব এখন আর বলে লাভ নেই,আমিই সম্পর্ক রাখিনি : জলি

কিছু মাস আগেই জলির ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে ’গট ম্যারিড’ দেখা যায়। এ প্রসঙ্গে তিনি বলেন,

বিয়ে নয়, আমাদের বাগদান হয়েছে। আমি খুব একটা ফেসবুক বুঝি না। শোনা গিয়েছিল ৫ বছর ধরে

প্রেম করা ব্যবসায়ী পাত্রের সঙ্গেই অবশেষে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন চিত্রনায়িকা জলি।

ইতিমধ্যে তাদের বাগদান হয়ে গেছে।কিন্তু আসল খবর হলো ভেঙে গেছে অভিনেত্রী জলির বাগদান

তারকাদের বিয়ে, বিয়ে ভাঙার খবর নতুন কিছু নয়। ঢাকার মিডিয়াতে এমন চিত্র হরহামেশাই দেখা যায়।

ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লেগেছে, এমন ঘটনাও আছে। কখনো কখনো বিয়ে ভাঙার আগে দীর্ঘদিন আলাদা

থাকার খবরও ভাসে অনেক তারকার ক্ষেত্রে। আবার কোনো কোনো তারকার বাগদান, এমনকি আক্‌দ হওয়ার পর সম্পর্ক ভেঙে গেছে। এবার জানা গেছে, চিত্রনায়িকা পরীমনির পর চিত্রনায়িকা জলির বাগদান ভেঙে গেছে।

ব্যবসায়ী আরাফাত রহমানের সঙ্গে চিত্রনায়িকা জলি প্রেম করছেন পাঁচ বছর। এরপর গত ১৬ মে সন্ধ্যায় গুলশানের নিকেতনে জলির বাবার বাসায় তাঁদের বাগদান হয়। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের লোকজন। তখন প্রথম আলোকে জলি বলেন, ’সবার উপস্থিতিতে আরাফাত রহমান আমাকে আংটি পরিয়ে দেন। সবকিছুই হয়েছে ঘরোয়াভাবে।’

এবার বাগদান ভেঙে যাওয়ার কথা স্বীকার করেছেন জলি। বললেন, ’আমাদের এখন আর সম্পর্ক নেই। বাগদানের মাসখানেক পর থেকে এই অবস্থা। আমিই সম্পর্ক রাখিনি। আমার সঙ্গে আরাফাতের এখন আর কোনো যোগাযোগ নেই।’

বাগদানের কিছুদিন পর ফেসবুকে দেওয়া আরাফাত রহমানের সঙ্গে নিজের ছবি মুছে ফেলেন জলি। সম্পর্ক না রাখার কারণ কী? জলি বলেন, ’এসব এখন আর বলে লাভ নেই। সম্পর্ক শেষ হয়ে গেছে। ব্যস এটুকুই।’

কলকাতার নায়ক ওমের সঙ্গে ’অঙ্গার’, আরিফিন শুভর সঙ্গে ’নিয়তি’ আর শাহরিয়াজের সঙ্গে ’মেয়েটি এখন কোথায় যাবে’

সিনেমায় অভিনয় করে এরই মধ্যে আলোচিত হয়েছেন জলি। বাগদানের পর সিনেমায় কাজ করার ব্যাপারে তিনি বলেন, ’এখন আমি আমার মতো কাজ করছি। বিয়ের পর আমি আরও একটি পরিবারের সদস্য হব। ওই সময় তাদের মতামতকেও গুরুত্ব দেব। যদি তারা সিনেমায় আমার কাজ করার বিষয়টি মেনে নেয়, আমাকে সমর্থন করে, আমার কাজকে সম্মান করে, তাহলে অবশ্যই সিনেমায় কাজ করব। নয়তো চলচ্চিত্রজগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সংসারে মন দেব।’

উল্লেখ্য,ফাল্গুনি রহমান জলি একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। তিনি তার কর্মজীবন শুরু করেন জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত অঙ্গার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে যা ২০১৬ সালে মুক্তি পায়। তার পরবর্তী চলচ্চিত্র নিয়তিতে তিনি আরিফিন শুভ এর বিপরীতে অভিনয় করেন।

Check Also

পরীমনির দুষ্টুমিতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন শাকিব!

কখনও মেঘ ছুঁয়েছেন? যদি না ছুঁয়ে থাকেন তাহলে এখনই মেঘের দেশ সিলেটের জাফলং থেকে ঘুরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.