Home / মিডিয়া নিউজ / ১৬ বছর পর শাহরুখ-সালমান জুটিবদ্ধ

১৬ বছর পর শাহরুখ-সালমান জুটিবদ্ধ

বলিউড জগতের দুই কিংবদন্তি শাহরুখ খান ও সালমান খানের বিবাদ গলতে শুরু করেছে।

ঝগড়া ভুলে একজনের ছবির প্রচারে অন্যজনের উপস্থিতি বা ট্যুইট তো ছিলই, এমনকি

পরস্পরের ছবিতে স্পেশাল অ্যাপিয়ারেন্সও করেছেন। সালমানের ’‌টিউবলাইট’ ছবিতে

অতিথি শিল্পী হিসেবে এসেছিলেন শাহরুখ। সম্প্রতি মুক্তি পেতে চলা শাহরুখ খানের ’‌জিরো’‌

ছবিতেও একটি বিশেষ চরিত্রে অভিনয় করলেন সালমান খান। এবার অধীর আগ্রহে ভক্তরা অপেক্ষা করছেন শাহরুখ ও সালমানকে এক ছবিতে আবার দেখার।

আর সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। সঞ্জয় লীলা বানসালির লক্ষ্য শাহরুখ আর সালমানকে আবার এক ছবিতে ফিরিয়ে আনা। শোনা যাচ্ছে,

ছবির চিত্রনাট্যে দুই হিরোই হয়ে উঠেছেন সমান গুরুত্বপূর্ণ। ফলে দুই নায়কই রাজি হয়েছেন আবার একসঙ্গে অভিনয় করতে।

জানা গেছে, এই ছবি ১৯৯১ সালে মুক্তি পাওয়া দিলীপকুমার ও রাজকুমার অভিনীত ’‌সওদাগর’‌ ছবির রিমেক। আপাতত নাম ঠিক হয়েছে ’‌হীরা মান্ডি’‌।

তবে ঠিক কবে থেকে শুটিং শুরু হবে তা এখনও জানা যায়নি। ছবিতে শাহরুখ ও সালমান ছাড়াও থাকবেন মাধুরী দীক্ষিত, রানি মুখার্জি ও সোনম কাপুর।

Check Also

ভালো নেই পূর্ণিমা

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা ভালো নেই। হঠাৎ করে কয়েকদিন ধরে ঠাণ্ডাজ্বর ও গলা ব্যথায় …

Leave a Reply

Your email address will not be published.

Recent Comments

No comments to show.