Home / মিডিয়া নিউজ / প্রভাকেই বিয়ে করলেন শ্যামল!

প্রভাকেই বিয়ে করলেন শ্যামল!

অভিনেতা শ্যামল মাওলা বিয়ে করেছেন সাদিয়া জাহান প্রভাকে! ভাবছেন প্রভা আবারও বিয়ে করলেন?

অারে না, একদম গাভরে যাবেন না। তিনি বিয়ে ঠিকই করেছেন। তবে সেটা বাস্তবে নয়, নাটকের প্রয়োজনে ক্যামার সামনে।

ইরানী বিশ্বাসের রচনা ও পরিচালনায় সম্প্রতি শেষ হয়েছে ‘প্রেম মানবী’ শিরোনামের নাটকটি। আর এই নাটকেই শ্যামলের সাথে প্রভার বিয়ের দৃশ্যটি দেখা যাবে।

গল্প সম্পর্কে জানা গেছে, শ্যামল মাওলা একজন কবি। কবিতাই যার প্রেম। তবে এর মধ্যে তিনি এক রমণীর প্রেমে পড়েন। যার নাম ছিল ছায়াছন্দ। তবে শ্যামল তার নাম দেন ছন্দা। কিন্তু কিছুদিন প্রেম করার পর শ্যামলের পরিবার অন্যত্র তার বিয়ে ঠিক করলে এ সম্পর্কটির সমাপ্তি ঘটে।

এদিকে শ্যামল পরিবারের ঠিক করা পাত্রী না দেখেই বিয়ে করে ফেলেন। সে মালা নামের মেয়েকে বিয়ে করেন। বাসর ঘরে এই মালাকে দেখে সে চমকে যায়। দেখতে একদমই সেই ছন্দা! তিনি আবিষ্কার করলেন, দেখতে একই হলেও মানুষটি ভিন্ন। গল্পের নতুন কাহিনি শুরু হয় এখান থেকেই। নাটকে ছন্দ এবং মালা এই দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন প্রভা।

Check Also

খোঁজ পাওয়া গেল সালমান শাহের আরেক নায়িকা সন্ধ্যার

ঢালিউডে তিনি যাত্রা করেছিলেন ‘প্রিয় তুমি’ সিনেমা দিয়ে। সেটা ১৯৯৫ সালের কথা। কলেজে পড়ার সময় …

Leave a Reply

Your email address will not be published.

Recent Comments

No comments to show.