Home / মিডিয়া নিউজ / কাজী মারুফ হলিউড সিনেমায়

কাজী মারুফ হলিউড সিনেমায়

কাজী হায়াতের গল্পে নির্মাণ হতে যাচ্ছে হলিউডের ছবি। ‘ওয়ার চাইল্ড’ শিরোনামে এ ছবিটি

যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ এবং পরিচালনা করবেন, বাংলাদেশের নির্মাতা কাজী হায়াৎ ও কানাডিয়ান চিত্র পরিচালক জন পজার।

এদিকে এই সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন ঢাকাই সিনেমার নায়ক ও হায়াৎপুত্র কাজী মারুফ।

এ উপলক্ষ্যে ৩ অক্টোবর কাজী মারুফ যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সিনেমা প্রসঙ্গে মারুফ জানিয়েছেন, ‘ইংরেজি ভাষার এ সিনেমাটি বিশ্ব বাজারের জন্য নির্মিত হবে। নভেম্বর থেকে শুটিং শুরু হবে। এতে বাংলাদেশের কয়েকজন শিল্পীসহ বেশ কজন ভারতীয় শিল্পীও অভিনয় করবেন। এ ছাড়াও অন্য দেশের অভিনয় শিল্পীরাও থাকবেন।’

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এক যুদ্ধ শিশুর জীবন-যন্ত্রণা নিয়ে নির্মিত হবে যৌথ প্রযোজনার এ সিনেমাটি। এর নাম ভূমিকায় অভিনয় করবেন কাজী মারুফ।

‘ওয়ার চাইল্ড’ সিনেমার গল্পে দেখা যাবে- স্বাধীনতা যুদ্ধের সময় একটি যুদ্ধ শিশুকে একজন শিখ কর্ণেল তার দেশে নিয়ে যান। শিখ হিসেবে শিশুটিকে বড় করে তুলে। পরে তার সঙ্গে প্রেম হয় একটি শিখ মেয়ের। মেয়েটিকে বিয়ে করতে গেলে, মেয়েটি ও তার পরিবার জানতে পারে ছেলেটি একটি যুদ্ধ শিশু ও মুসলিম। এ ঘটনা ছেলেটিও জানত না। তারপর টুপি ও পাঞ্জাবি পরে মুসলিম বেশে শিখ বাবার সামনে গিয়ে দাঁড়ায় ছেলেটি। শুরু হয় দ্বন্দ্ব, সংঘাত। এমন গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি।

সম্প্রতি ছিন্নমূল সিনেমার শুটিং শেষ করছেন মারুফ। বর্তমানে বেপরোয়া প্রেমীক, বিধস্তসহ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

Check Also

ভালো নেই পূর্ণিমা

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা ভালো নেই। হঠাৎ করে কয়েকদিন ধরে ঠাণ্ডাজ্বর ও গলা ব্যথায় …

Leave a Reply

Your email address will not be published.

Recent Comments

No comments to show.