Home / মিডিয়া নিউজ / জোভানের সাথে দেখা করতে আসছেন কলকাতার তরুণী

জোভানের সাথে দেখা করতে আসছেন কলকাতার তরুণী

যে ক’জন তরুণ অভিনেতা এখন পর্দায় আলোচিত তাদের মধ্যে একজন জোভান। জোভান এ দেশের

তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। এ দেশের বাইরেও তার ভক্ত তৈরি হয়েছে। এমনই একজন ভক্ত

তানিয়া দাস। পশ্চিমবঙ্গের এই তরুণী জোভানের সাথে দেখা করার জন্য বাংলাদেশে আসছেন।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তানিয়া ইউটিউবে জোভানের শর্টফিল্ম ’মোমেন্টস’ ও নাটক ’শত ডানার প্রজাপতি’ দেখার পর তার ভক্ত বনে যান। তারপর থেকেই তিনি জোভানের কোনো অভিনয় মিস করেন না।

তানিয়া দাস বলেন, দেখেছি শর্টফিল্ম মায়া, লাভ নট ওয়ার, মাস্তি রিলোটেড, জোনাকির আলো, আমি-তুমি, তোমায় দিলাম পৃথিবী, ব্রাদারস, নতুন ভোরে দেখা এসবের কারণে জোভানের অভিনয়ে রীতিমতো মুগ্ধ হয়ে গেছি।

জোভানের সাথে দেখা করার জন্য শিগগির বাংলাদেশে আসছেন এই তরুণী। এমনটাই জানালেন তিনি।
kalerkantho

Check Also

ভালো নেই পূর্ণিমা

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা ভালো নেই। হঠাৎ করে কয়েকদিন ধরে ঠাণ্ডাজ্বর ও গলা ব্যথায় …

Leave a Reply

Your email address will not be published.

Recent Comments

No comments to show.