Home / মিডিয়া নিউজ / ডিভোর্সের পর সংসার ক্যারিয়ার দুটোই হারিয়েছেন তারা

ডিভোর্সের পর সংসার ক্যারিয়ার দুটোই হারিয়েছেন তারা

শোবিজে ডিভোর্সি বা সিঙ্গেল নারী তারকার সংখ্যা দিনকে দিন বাড়ছে। বাধঁন, অপু বিশ্বাস, চাঁদনী,

তাসনুভা তিশা, নাদিয়া মিম, শখ, বিন্দু, মিথিলা, মিলা, রন্টি দাস, নোভা, সুজানা, স্পর্শিয়াসহ

আরও কয়েকজন আছেন সে তালিকায়। ডিভোর্সের পর অনেকে কাজে মনোযোগী হয়েছেন। কিন্তু

ডিভোর্সের পর সেই আগের মতো কি ক্যারিয়ার আছে? মোনালিসা গত ঈদে কিছু নাটক করলেও

ঠিক জমাতে পারেননি। চাঁদনী অবাক! অকপটে জানিয়েছেন তার বর্তমান অবস্থা,’এখনকার কোনো

পরিচালক ডাকে না আমাকে। কেন ডাকে না জানিনা। আমি কাজ করতে চাই। অনেক কাজ করতে চাই।

অপু বিশ্বাস সিনেমায় আসি আসি করেও আসা হয় না। অপু এখনই বিভিন্ন অনুষ্ঠান ও শো-তে যাচ্ছেন পারিশ্রমিকের বিনিময়ে। অপুর কি একদিন ভাবতে হবে নতুন সংসারের কথা?

ডিভোর্সের পর বিন্দু আমেরিকাতে আছেন। মিলার গানের খবর নেই। মাঝেমধ্যে ফেসবুকে বিষাদময় স্ট্যাটাস দিয়ে তিনি আলোচনায় থাকেন। স্পর্শিয়া নতুন করে ঠিক শুরুটা করতে পারেননি।

মিথিলা আগের মতোই এই আছে এই নেই। অভিনয়ের চেয়ে চাকরিতে নিয়মিত। যদিও ডিভোর্সের পর অভিনয়ে একটু বেশিই মনোযোগী হয়েছিলেন।

ডিভোর্সের পর সারিকা ফেরার জোর চেষ্টা চালিয়েছেন। সিনেমার মানুষজনের সঙ্গেও উঠাবসা করতে দেখা গেছে। কিন্তু না আছেন নাটকে, না আছেন সিনেমায়।

এদিকে বাধন নিজেকে আমূল বদলে ফেলে ধামাকা তৈরী করতে চেয়েছিলেন। কিন্তু ফলাফল শূন্যের কোঠায়। এখন শোনা যাচ্ছে আবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তিনি। মোনালিসা, সুজানাও অপেক্ষায় নতুন সংসার গড়ার।

অনেকে বলছেন, যাদের বয়সের ছাপ পড়েনি। তারা হয়তো অচিরেই ঘুরে দাড়াতে পারবেন। কিন্তু যাদের বয়সের ভারিক্কি পড়েছে। তাদের কী হবে? তাঁদের ক্যারিয়ার ও সংসার দুটোই কী গেল?

Check Also

ভালো নেই পূর্ণিমা

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা ভালো নেই। হঠাৎ করে কয়েকদিন ধরে ঠাণ্ডাজ্বর ও গলা ব্যথায় …

Leave a Reply

Your email address will not be published.

Recent Comments

No comments to show.