Home / মিডিয়া নিউজ / অবশ্যই মানুষ হিসেবে বিষয়টি আমার জন্য অনেক সম্মানের এবং গর্বের : অরুনা বিশ্বাস

অবশ্যই মানুষ হিসেবে বিষয়টি আমার জন্য অনেক সম্মানের এবং গর্বের : অরুনা বিশ্বাস

বাংলাদেশের সিনেমা জগতের এক সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অরুনা বিশ্বাস। ৯০ এর দশক

থেকে সিনেমা অভিনয় করে আসছেন তিনি। তার অভিনীত অসংখ্য সিনেমা রয়েছে যেগুলো একটা

সময় ছিলো ব্যাপক দর্শকপ্রিয়। বাংলাদেশের সিনেমার স্বর্নালী যুগের অভিনেত্রী হিসেবেও গন্য করা

হয়ে থাকে তাকে। তবে বর্তমানে সিনেমা তেমন একটা দেখা মেলে না তার। কিন্তু সিনেমা সংশ্লিষ্ট সকল কাজেই তিনি থাকেন সম্পৃক্ত।

আর এরই ধারাবাহিকতায় পুনর্গঠিত সেন্সর বোর্ডের আবারও সদস্য হলেন চিত্রনায়িকা, প্রযোজক, পরিচালক অরুনা বিশ্বাস।

৬ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডের সদস্য পদে এক বছরের জন্য পুনঃনিয়োগ পান তিনি। চলতি বছরও একই দায়িত্ব পালন করেছেন তিনি। এ প্রসঙ্গে অরুনা বলেন, ’অবশ্যই বিষয়টি আমার জন্য অনেক সম্মানের এবং গর্বের। কারণ আমি মনে করি চলচ্চিত্র হচ্ছে সমাজের দর্পণ।

সেই দর্পণে দর্শক কী দেখবেন তা নিশ্চিত করার নেপথ্য একজন মানুষ হিসেবে আমি কাজ করব আবারও। বিগত এক বছর আমি আমার কাজে সর্বোচ্চ সচেতন ও নীতিতে সৎ থেকে কাজ করার চেষ্টা করেছি। আগামী এক বছরও আমি তাই করব। দেশ গঠনে সিনেমা যেন সবসময়ই সহায়ক ভূমিকা পালন করে সে বিষয়টি মাথায় রেখেই সিনেমার সেন্সর করার চেষ্টা থাকবে আমার, আমাদের সবার।’

এদিকে গোলাম সোহরাব দোদুল পরিচালিত প্রচারচলতি ধারাবাহিক ’ভালোবাসার আলো আঁধার’ নাটকে নিয়মিত অভিনয় করছেন এ অভিনেত্রী। এছাড়াও তিনি প্রায় শেষ করেছেন এম রহিম পরিচালিত সিনেমা ’শান’ ছবির কাজ।

প্রসঙ্গত, বয়সের কারনে সিনেমায় বর্তমানে একেবারেই অনিয়মিত তিনি। বলতে গেলে সিনেমার বর্তমান অবস্থাও বেশ খারাপ তাই সিনেমায় দেখা মেলে না তার। তবে বাংলাদেশের ধারাবাহিক নাটক গুলোতে কাজ করছেন তিনি। বিশেষ করে ’ভালোবাসার আলো আধাঁর’ নামের একটি নাটকে নিয়মিত ভাবে অভিনয় করে যাচ্ছেন তিনি। এবং দীর্ঘদিন পরে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত একটি সিনেমা ’শান’। এ সিনেমাটির শুটিং প্রায় শেষের পথে।

Check Also

খোঁজ পাওয়া গেল সালমান শাহের আরেক নায়িকা সন্ধ্যার

ঢালিউডে তিনি যাত্রা করেছিলেন ‘প্রিয় তুমি’ সিনেমা দিয়ে। সেটা ১৯৯৫ সালের কথা। কলেজে পড়ার সময় …

Leave a Reply

Your email address will not be published.

Recent Comments

No comments to show.